বরিশালসহ দক্ষিণাঞ্চলে ৫ দিন ধরে বৃষ্টি : জনজীবনে দুর্ভোগ


প্রকাশিত: ১১:২১ এএম, ২৮ জুলাই ২০১৫
ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃস্ট নিম্নচাপের কারণে বরিশালে টানা ৫ দিন ধরে কখনো থেমে থেমে কখনোবা গুড়ি গুড়ি আবার কখনো ভারী বৃস্টি হচ্ছে। এতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।

মঙ্গলবারও ছোট লঞ্চ (৬৫ ফিটের কম দৈর্ঘ্যরে) চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া অধিদফতর সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলায় দুর্ঘটনার আশঙ্কায় অভ্যন্তরীণ নদী পথে গত রোববার থেকে টানা তৃতীয় দিনের মতো ছোট লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে সমস্যায় পড়েছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা।


বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আবুল বাশার মজুমদার জানিয়েছেন, নদী বন্দরে ২ নম্বর হুশিয়ারি সংকেত থাকায় বরিশালের অভ্যন্তরীণ রুটে তৃতীয় দিনের মতো ৬৫ ফিটের কম দৈর্ঘ্যের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

আবহাওয়া অফিস গত ২৪ জুলাই ৩২.৭ মিলিমিটার, ২৫ জুলাই ৩.০ মিলিমিটার, ২৬ জুলাই ৩৫.৪ মিলিমিটার, ২৭ জুলাই ৫৭.৫ মিলিমিটার এবং মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথা জানিয়েছেন।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার প্রণব কুমার রায় জানান, মঙ্গলবার সকাল ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে মাত্র ১০কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগরে অবস্থান করছিল সৃস্ট নিম্নচাপটি। এটি গত ২৪ ঘণ্টা ধরে একই স্থানে অবস্থান করে ঘনীভূত হচ্ছে। এতে আগামী ৩/৪ দিন উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিসহ ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সাইফ আমীন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।