সাকার রায় : ঘাতক দালাল নির্মূল কমিটির গণজমায়েত আহ্বান


প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৮ জুলাই ২০১৫
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরী (সাকা)`র মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে বুধবার। আপিল বিভাগের কার্যতালিকায় এ নম্বরে রয়েছে। এদিকে সাকার রায় ঘোষণা উপলক্ষে বুধবার চট্টগ্রামে গণজমায়েতের ডাক দিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল চট্টগ্রাম জেলা কমিটি।

বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ঘোষিত কর্মসূচিতে নির্মূল কমিটির জেলা ও শাখা নেতৃবৃন্দসহ মুক্তিযুদ্ধের পক্ষের সর্বস্তরের সচেতন জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

কমিটির কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙ্গালি, চট্টগ্রাম জেলা আহ্বায়ক প্রাক্তন ছাত্রনেতা অ্যাডভোকেট সীমান্ত তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীর সর্বোচ্চ শাস্তি ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল। জাতির প্রত্যাশা সেদিন পূরণ হয়েছিল। জাতি নতুন করে স্বপ্ন দেখছে একাত্তরের চেতনা পুনঃপ্রতিষ্ঠার। ২৯ জুলাই চূড়ান্ত রায় ঘোষণা এবং অবিলম্বে রায় কার্যকর করার মধ্য দিয়ে বাংলাদেশকে পুনঃরায় কলঙ্কমুক্ত হবে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।