মঙ্গলবার লেনদেন কিছুটা বেড়েছে


প্রকাশিত: ১০:০২ এএম, ২৮ জুলাই ২০১৫

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১৮ টি কোম্পানির ১৮ কোটি ৮৯ লক্ষ ১৯ হাজার ৩৭৩ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই’তে মোট লেনদেনের পরিমাণ ৭২০ কোটি ১২ লক্ষ ৫০  হাজার ৫৬ টাকা। যা আগের দিনের চেয়ে ৭১ কোটি ৮৮ লাখ টাকা বেশি।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২১ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৭ দশমিক ১৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৯ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৯ দশমিক ১৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ৬ দশমিক ৩৮ বেড়ে ১ হাজার ১৮৯ দশমিক ৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩১৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৫ টির, কমেছে ১০৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো : স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো লিঃ, কেপিসিএল,  গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, আর এ কে সিরামিক, অলিম্পিক এক্সেসরিজ ও আইডিএলসি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : স্ট্যান্ডার্ড সিরামিকস, মুন্নু সিরামিকস, ইসলামিক ফাইন্যান্স, এশিয়ান টাইগার, এফবিএফআইএফ, বিডি ওয়েল্ডিং, আরামিট সিমেন্ট, পিএইচপি মি. ফা.-১, এক্সিম ১ম মি. ফা., ও জিএসপি ফাইন্যান্স।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : সাভার রিফ্রেক্টরিজ, জিলবাংলা সুগার, জুট স্পিনার্স, স্টাইলক্র্যাফট, বিজিআইসি, প্রগতি লাইফ, সেন্ট্রাল ইন্সুঃ, দুলামিয়া কটন, সায়হাম কটন ও রূপালি ইন্সুঃ।

এসএ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।