রানা প্লাজা-তাজরীনে নিহত অজ্ঞাতদের শনাক্তের উদ্যোগ


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ০৭ জুলাই ২০১৪

অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাভারের রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত অজ্ঞাতপরিচয়দের ভুলভাবে শনাক্ত করা শ্রমিকদের নতুন করে শনাক্তের উদ্যোগ নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নতুন করে এমন ১৮৪ জন শ্রমিকের ডিএনএ টেস্ট করবে।

সাভারের রানা প্লাজা ধসে এক হাজারেরও বেশি মানুষ মারা যান। আর তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে মারা যান ১১১ জন।

দু`টি দুর্ঘটনায় নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত করা হলেও অন্তত ১৮৪ জনের ভুলভাবে পরিচয় শনাক্ত করে লাশ দাফন করা হয়। অনেকের স্বজনরা অনেক লাশ এ ভাবে নিয়ে দাফনও করেছেন। এ ঘটনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে নিহত স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।