ইউরোপের ভিসা নিয়ে প্রতারণা : আটক ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৮ এএম, ১৭ এপ্রিল ২০১৮

রাজধানীর বিভিন্ন স্থান থেকে ইউরোপের (সেনজেন) ভুয়া ভিসার স্টিকার সরবরাহকারী চক্রের ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার রাতে তাদের আটক করে ডিবি উত্তরের একটি দল।

মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।

ডিএমপি জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে ভিসার জন্য আবেদন না করেই সেনজেন ভিসার ভুয়া স্টিকার দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে প্রতারণা করতো। আটকের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণের ভুয়া স্টিকার ও বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করবে ডিবি।

এআর/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।