কমনওয়েলথ উদ্ভাবনী সূচকে বাংলাদেশ ২৪তম

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ এএম, ১৭ এপ্রিল ২০১৮

কমনওয়েলথ উদ্ভাবনী সূচকে বাংলাদেশ ২৪তম। জাতিসংঘের বুদ্ধিবৃত্তিকসম্পদ বিষয়ক সংস্থার গ্লোবাল ইনোভেশন ইনডেক্সের সঙ্গে যৌথভাবে তৈরি এ তালিকার শীর্ষস্থানে রয়েছে যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও কানাডা।

সোমবার (১৬ এপ্রিল) লন্ডনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রধানদের বৈঠকে এ তালিকা প্রকাশ করা হয়। কমনওয়েলথভুক্ত দেশগুলো যেন পরস্পরের সঙ্গে নিজেদের অবস্থান তুলনা করতে পারে সেই লক্ষ্যেই এ তালিকা তৈরি করা হয়েছে।

কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেছেন, কমনওয়েলথের ৬০ শতাংশ নাগরিকের বয়সই ৩০ এর নিচে। ডিজিটাল প্ল্যাটফর্ম থাকায় সবাই এখন বিষয়টি শেয়ার করতে পারছে। এ বিষয়টি সংস্থার সংস্কারের অংশ। তথ্যের এ যুগে আমারা নতুনভাবে শুরু করব। পরস্পরের সহযোগিতা ও খেয়াল রাখার জন্য বিষয়টি আরও সামঞ্জস্যপূর্ণ হবে।

বৈঠকে অংশ নিয়েছেন ৫৩টি দেশের রাষ্ট্রপ্রধান। আজ (মঙ্গলবার) উইমেন্স ফোরামে ক্ষমতায়নের জন্য শিক্ষা নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নির্বাহী সভায় ভাষণ দেয়ার কথা রয়েছে। এরপর ২০ এপ্রিলে উইন্ডসর ক্যাসেলে আবারও বৈঠকে বসবেন রাষ্ট্রপ্রধানরা।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।