এবার হবে অগ্নি ৩
ঈদে মুক্তি পাওয়া জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘অগ্নি ২’ সুপার ডুপার হিট। শাকিব-অপুর ‘লাভ ম্যারেজ’ ও ইমন-মিমের ‘পদ্ম পাতার জল’ ছবিকে টেক্কা দিয়ে মুক্তির দ্বিতীয় সপ্তাহেও দারুণ ব্যবসা করে চলেছে ছবিটি।
আর এমনই সময়ে জানা গেল, চলতি বছরে আবারো মাহিয়া মাহিকে দেখা যাবে অগ্নি ছবির সিক্যুয়েলে। সোমবার চলচ্চিত্র পাড়ায় এমনই খবর ভেসে বেড়িয়েছে। জানা গেছে, চলচ্চিত্রের সফল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাহিকে নিয়ে সন্তুষ্ট।
বিশেষে করে অগ্নি ও অগ্নি ২ ছবিতে মাহির সাফল্যে মুগ্ধ তারা। সেই সুবাদেই জাজ অনুপ্রাণীত হয়েছে ‘অগ্নি ৩’ নির্মাণে। অবশ্য অগ্নি ২ ছবির নায়ক কলকাতার ওমকে নিয়ে ঢাকার এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জাজের পক্ষ থেকে সরাসরিই ঘোষণা দেয়া হয়েছিলো অগ্নি ২ সফল হলে নির্মিত হতে পারে এর পরের সিক্যুয়েল। এবার বুঝি সেই ঘোষণারই বাস্তবায়ন হতে চলেছে।
জাজের ঘনিষ্ট সূত্রে জানা গেছে, অগ্নি টু এর পর এবার তৈরি হয়েছে অগ্নি থ্রি নির্মাণের সম্ভাবনা। প্রযোজনা প্রতিষ্ঠান বলছে, সিক্যুয়ালের অনেক কিছুই প্রায় চূড়ান্ত। পরিচালক, চিত্রনাট্যকারদের সাথে কয়েক দফা বসেছেন প্রযোজকেরা। আনুষ্ঠানিক ঘোষণা আসেতে পারে শিগগিরই।
ইফতেখার চৌধুরীর পরিচালনায় ২০১৪ সালে ‘অগ্নি’ ছবিতে ঢাকার দর্শকরা পেয়েছিলেন ধুন্দুমার অ্যাকশন ও জমজমাট নাচ গান। নায়ক নায়িকা ছিলেন আরিফিন শুভ ও মাহি।
এক বছর পর দর্শকরা দেখতে পেয়েছেন অগ্নি টু। ছবিতে অভিনয় শিল্পীদের অভিনয় নাচ, গান ও অ্যাকশন অগ্নিকে ছাড়িয়ে গেছে বহুগুণে। এবারে নায়িকা মাহি থাকলেও বদলে ফেলা হয়েছিলো নায়ক। শুভর পরিবর্তে এসেছেন ওপারের ওম।
আর নতুন করে নির্মিত অগ্নি ৩ ছবিতেও নায়ক বদলে যাবে বলে শোনা যাচ্ছে। নারীকেন্দ্রিক ছবিটিতে এবার মাহির বিপরীতে থাকতে পারেন কলকাতার জনপ্রিয় কোনো নায়ক। আর এটিও নির্মিত হবে ইফতেখার চৌধুরীর পরিচালনায় ঢাকা-কলকাতার যৌথ প্রযোজনায়।
এলএ/পিআর