ঈশ্বরদীতে ১৩ মাদকাসক্তের কারাদণ্ড


প্রকাশিত: ০৭:০০ এএম, ২৮ জুলাই ২০১৫

ঈশ্বরদীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩ জন মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ঈশ্বরদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম সেলিম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে জুয়েল রানা, রিপন আলী, নাসির কবির, ও রমজান আলীকে ছয় মাস, খুরশিদ আলম, রাজু ইসলাম, সুনীল সাহা, মো. মানিক, মো. সাগর, রমজান আলী, শাহীন হোসেন ও আমিরুল ইসলামকে তিন মাস করে এবং সুরুজ আলীকে ১৫ দিনের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জাগো নিউজকে জানান, মাদক বিরোধী অভিযানে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রোববার রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। মাদক বিরোধী এ অভিযান নিয়মিত কার্যক্রমের মতো চলতেই থাকবে।

আলাউদ্দিন আহমদ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।