অবসরের একদিন আগে সচিব হলেন বজলুল করিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৫ এপ্রিল ২০১৮

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার একদিন আগে সচিব হিসেবে পদোন্নতি পেলেন ঢাকার বিভাগীয় কমিশনারের পদ থেকে সদ্য সরে যাওয়া অতিরিক্ত সচিব এম বজলুল করিম চৌধুরী।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে। পদোন্নতির পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
এম বজলুল করিম সোমবার (১৬ এপ্রিল) পিআরএলে যাবেন।

গত ১১ এপ্রিল ঢাকার নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কে এম আলী আজম। তখন বজলুল করিমকে কোথাও পদায়ন করে আদেশ জারি করা হয়নি।

বিসিএস সপ্তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বজলুল করিম চৌধুরীর বাড়ি রাজবাড়ীর ধুনচি উপজেলায়।

আরএমএম/এমআরএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।