বর্ষবরণ অনুষ্ঠানে টাকা ছিনতাই, দুইজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৪ এপ্রিল ২০১৮

বর্ষবরণ অনুষ্ঠানে সাপুড়েদের টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তরা হলেন- সোহেল রানা ও রাসেল আহমেদ।

র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানিয়েছেন, সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বর্ষবরণের অনুষ্ঠানে সাপের খেলা দেখাচ্ছিলেন এক দল সাপুড়ে। এ সময়ে এই দুই যুবক তাদের টাকা ছিনিয়ে নিয়ে পালাতে গেলে তাদের ধরে ফেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পরে দুইজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এআর/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।