বাংলা নববর্ষে বাঙালিদের শুভেচ্ছা ট্রাম্পের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ এএম, ১৩ এপ্রিল ২০১৮

আজ চৈত্র সংক্রান্তি, কাল বাংলা নববর্ষ। আর এ দিনটি সামনে রেখে সারা বিশ্বের বাঙালিদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন জে. সুলিভান এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও আমেরিকার মানুষদের পক্ষ থেকে আমি সারা বিশ্বের বাঙালিদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ, ভারতসহ সারাবিশ্বের যত মানুষ আজ নববর্ষ বরণে এক হয়েছেন তাদের সবাইকে আমরা নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।

বিবৃতির শেষে রোমান হরফে শুভ নববর্ষও লেখা হয়েছে।

এ ছাড়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সংস্কৃতিতে অবদান রাখার জন্য বাংলাদেশি আমিরিকান কমিউনিটিকে ধন্যবাদও জানানো হয়েছে। এই কমিউনিটির প্রত্যেকের ভবিষ্যতের মঙ্গল কামনাও করা হয়েছে বিবৃতিতে।

সূত্র : ডিএনএ।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।