বিশ্ব হেপাটাইটিস দিবস আজ


প্রকাশিত: ০৩:১৫ এএম, ২৮ জুলাই ২০১৫

বিশ্ব হেপাটাইটিস দিবস আজ। প্রত্যেক বছর জুলাই মাসের ২৮ তারিখ বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য `হেপাটাইটিস প্রতিরোধ : এটা আপনার ওপর নির্ভর করছে`।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার ন্যাশনাল লিভার ফাউন্ডেশন রাজধানীতে শোভাযাত্রা ও গোলটেবিল আলোচনার আয়োজন করেছে। এ ছাড়া সংবাদপত্রগুলোও এ উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করবে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।