‘পরিচ্ছন্ন ঢাকা’ অভিযানে বন্ধ থাকবে যেসব সড়ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১২ এপ্রিল ২০১৮

‘গিনেস বুক অব রেকর্ডস'-এ অন্তর্ভুক্ত হওয়ার লক্ষ্যে আগামী ১৩ এপ্রিল শুক্রবার সকাল ৭টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ‘পরিচ্ছন্ন ঢাকা’ কর্মসূচির আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

ওই দিন দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও অন্যান্য আয়োজক সংস্থাসমূহ ১০ হাজারের অধিক পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে রাজধানীর ফুলবাড়িয়া হতে গোলাপশাহ, জিরো পয়েন্ট হয়ে পল্টন পর্যন্ত সড়কে ‘পরিচ্ছন্ন ঢাকা’ কর্মসূচি পালন করবে।

‘পরিচ্ছন্ন ঢাকা’ কর্মসূচি উপলক্ষে ১৩ এপ্রিল শুক্রবার সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফুলবাড়িয়া ক্রসিং থেকে গোলাপশাহ, জিরো পয়েন্ট হয়ে পল্টন ক্রসিং পর্যন্ত সড়কে সকল ধরনের যান ও পথচারী চলাচল বন্ধ থাকবে।

ওই দিন পরিচ্ছন্ন কর্মসূচি চলাকালীন ঢাকা নগরবাসীকে ডিএমপির পক্ষ থেকে চানখারপুল-ফুলবাড়িয়া-গুলিস্থান, গুলিস্থান-রাজউক-দৈনিক বাংলা মোড়-ফকিরাপুল, ফকিরাপুল-পল্টন-প্রেসক্লাব-কদম ফোয়ারা, মৎস্যভবন-কদম ফোয়ারা-হাইকোর্ট-দোয়েলচত্ত্বর-চানখারপুল সড়কসমূহ ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এএস/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।