সৌদি আরব-যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে দুই দিনের সফরে রোববার সৌদি আরব সফর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ‘গালফ শিল্ড-১’ শীর্ষক যৌথ সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সৌদি আরব থেকেই যুক্তরাজ্যে যাবেন; এরপর অস্ট্রেলিয়া সফর করবেন।
কূটনৈতিক সূত্রে জানা যায়, কমনওয়েলথ সরকারপ্রধান পর্যায়ের সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী সোমবারই সৌদি আরব থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাবেন। সেখানে ২২ এপ্রিল পর্যন্ত সরকারি সফর। এরপর ‘গ্লোবাল সামিট অব উইমেনে’ যোগ দিতে এবং ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে ২৬-২৯ এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনি সফর করবেন তিনি।
গত ৫ এপ্রিল ঢাকায় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ‘গালফ শিল্ড-১’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে সৌদি বাদশাহর আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
জেএইচ/আরআইপি