ঢাকায় বিশুদ্ধ পানি সরবরাহে ৩১০৫ কোটি টাকার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১১ এপ্রিল ২০১৮

ঢাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে তিন হাজার ১০৫ কোটি চার লাখ টাকার একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকায় বিশুদ্ধ খাবার পানির অভাব অনেকটা কমে আসবে বলে মনে করছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আজকের বৈঠকে ঢাকা ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের আওতায় নেয়া ডিজাইন বিল্ড অপারেট (ডিবিও) ওয়াটার পাইপলাইনের ইনটেক মেইনটেইন্যান্স এবং গন্ধবপুরের পাঁচ এমএলডি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

দুটি প্যাকেজের সরবরাহের জন্য যৌথভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে ডেগ্রিমেন্ট ওয়াটার ট্রিটমেন্ট সল্যুশনস।

মোস্তাফিজুর রহমান জানান, প্রথম প্যাকেজে সরকারের ব্যয় ধরা হয়েছে তিন হাজার ছয় কোটি চার লাখ টাকা। দ্বিতীয় প্যাকেজে ব্যয় হবে ৯৯ কোটি টাকা। মোট ব্যয় হবে তিন হাজার ১০৫ কোটি চার লাখ টাকা।

এমইউএইচ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।