পদত্যাগ করলেন তালুকদার আবদুল খালেক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১০ এপ্রিল ২০১৮

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বাগেরহাট-৩ আসন থেকে নির্বাচিত তালুকদার আবদুল খালেক।

মঙ্গলবার তিনি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগ করেন। এর ফলে তার আসন শূন্য ঘোষণা করেছেন স্পিকার। জাতীয় সংসদ চলাকালীন সময় তিনি ওই আসন শূন্য সংক্রান্ত ঘোষণা পাঠ করেন।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনোনীত হওয়ায় এমপিত্ব ছাড়তে হলো তালুকদার আবদুল খালেককে।

এর আগে সোমবার সংসদের সহকর্মীদের কাছ থেকে বিদায় নেন তিনি। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তালুকদার খালেক বলেন, ‘আমি এই সংসদে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ নির্বাচনে জয়ী হই। এরপর ২০১৪ সালে বাগেরহাট-৩ থেকে পুনরায় নির্বাচিত হয়েছি। আমি ২০০৮ সালে আওয়ামী লীগের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে জয় লাভ করি। তবে ২০১৩ সালে জয় লাভ করতে পারিনি। পরবর্তীতে আবারও সংসদ সদস্য নির্বাচিত হই।’

প্রসঙ্গত, আগামী ১৫ মে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এইচএস/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।