রাস্তা অবরোধে চরম ভোগান্তি
কোটা সংস্কারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রগতি সারণি রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বসুন্ধরা গেট সংলগ্ন রাস্তা অবরোধ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে আশপাশের আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দেয়।
বিক্ষোভকারীরা রাস্তার দুই দিকেই আড়াআড়িভাবে দুটি বাস রেখে যান চলাচল বন্ধ রেখেছে। সে সঙ্গে রাস্তার ওপর অবস্থান নিয়েছে কয়েকশ শিক্ষার্থী। তারা কোটা সংস্কার চেয়ে 'জয় বাংলা' স্লোগান দিচ্ছেন।
শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করায় বিকেল পৌঁনে ৪টা পর্যন্ত প্রগতি সরণি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
গাজিপুরে অসুস্থ মেয়েকে দেখতে যাবেন বলে যাত্রাবাড়ী থেকে সকালে রওনা দেন মো. সাখাওয়াত হোসেন। নতুন বাজার পর্যন্ত ভালোভাবে আসতে পারলেও নর্দা পৌঁছাতেই শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। ফলে আটকে যায় তাকে বহনকারী বাসটি।
সাখাওয়াত হোসেন বলেন, মেয়ে অসুস্থ। তাই তাকে দেখতে স্ত্রীসহ গাজিপুর যাচ্ছিলাম। কিন্তু এখানে এসে আটকে গেছি। সমনে যাওয়ার কোনো সুযোগ নেই। আবার যাত্রাবাড়ী ফিরে যাবো তারও উপায় নেই। কারণ যাত্রাবাড়ী যাওয়ারও কোনো বাস নেই।
ব্যবসায়িক কাজে উত্তরা যাওয়া পথে আটকা পড়েন জামিল উদ্দিন। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে নতুনবাজার পার হয়েই যানজটে পড়ি। প্রায় এক ঘণ্টা বাস একটুও সমনে যায়নি। তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে যাচ্ছি। কুড়িল পার হয়ে যদি কোনো গাড়ি পাওয়া যায় এ আশায়।
এমএএস/এএইচ/এমএস