ঢাবি ভিসির বাসায় আগুন, ভাঙচুর

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:০৭ এএম, ০৯ এপ্রিল ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাস ভবনে রাত দুইটার দিকে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। অনেকে উপাচার্যের বাস ভবন ভাঙচুরের চেষ্টাও করেছে। বর্তমানে ফায়ার সার্ভিস কর্মীরা অাগুন নেভানোর চেষ্টা করছে।

হামলার বিষয়ে ঢাবি ভিসি বলেন, যারা এখানে হামলা করেছে তারা সন্ত্রাসী, শিক্ষার্থী হতে পারে না। হামলাকারীরা বহিরাগত।

jagonews24

এ ঘটনায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে। বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

জানা গেছে, ভিসির বাসভবনের নীচতলা ওপরতলায় অাগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ভিসি চত্বর থেকে ছাত্রলীগ নেতারা লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে আন্দোলনকারীদের। আগুনে ভিসির বাড়ির আসবাবপত্র ও দুটি প্রাইভেটকার পুড়ে গেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে একটি বাইকেও আগুন দেয় আন্দোলনকারীরা।

এএসএস/ওআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।