কোটা সংস্কারে ওবায়দুল কাদেরকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করতে রাত পৌনে একটার দিকে চারুকলা চত্বরে যান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। এ সময় তিনি বলেন, তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হয়েছে।

jagonews24

বিষয়টি সমাধানে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়িত্ব দিয়েছেন। খুব শিগগিরই বিষয়টির সমাধান হবে।

তবে এ সময় আন্দোলনকারীরা তা মানতে অপারগতা জানায়। ঠিক তখনই পুলিশ সেখানে টিয়ারসেল নিক্ষেপ করে। তখন জাকিরসহ আন্দোলনকারী ও ছাত্রলীগের সবাই ছত্রভঙ্গ হয়ে য়ায়। পরে জাকির হোসাইন চারুকলায় আশ্রয় নেন।

এমএইচ/ওআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।