বিএসএমএমইউ’র কেবিন ব্লক যেন মিনি জেল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০৭ এপ্রিল ২০১৮

বিএসএমএমইউর কেবিন ব্লক যেন মিনি জেল। ভাই, আমাকে যেতে দিন। ফিজিক্যাল মেডিসিন বিভাগের ডাক্তার ১১:৩৫ মিনিটে টাইম দিয়েছেন। চার তলার সিড়িতে দাঁড়ানো পুলিশ পান চিবুতে চিবুতে হেসে বলেন, আপনি যেই হন, এখন যেতে পারবেন না।'

মামুন নামের ওই রোগী বলেন, ৩ তারিখে আজকের ডেট পেয়েছিলাম। বেগম খালেদা জিয়া আসায় যেতে দিচ্ছে না। মামুনের পাশ দিয়ে যাচ্ছিলেন চারজন ডাক্তার, নার্স। পুলিশ পথ আগলে বলেন, উপরের নিষেধ আছে, কেউ যেতে পারবেনা।’

এ সময় বেগম খালেদা জিয়া ৫১২ নম্বর কেবিনে চার সদস্যের মেডিকেল বোর্ড তার চেকআপ করছিলেন। এ কারনে গোটা কেবিন ব্লক মিনি জেলে পরিণত হয়। রোগীর স্বজনদের কেবিন ব্লকের প্রবেশ পথ থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে।

শনিবার সকাল থেকেই গুঞ্জন ছিল খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএসএমএমইউ-এ নেয়া হতে পারে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।