সম্পত্তি থাকলেও নিজের অধিকার নেই


প্রকাশিত: ০৯:৪০ এএম, ২৭ জুলাই ২০১৫

পারিবারিক সম্পত্তি থাকলেও তাতে নিজের অধিকার নেই বলে অভিযোগ করেছেন টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ড এলজিইডি মোড় এলাকার বৃদ্ধা শেখ হালিমা।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বয়োবৃদ্ধ এ নারী অবস্থান নিয়ে তার জমি ফেরতের দাবি জানান।

তিনি বলেন, বাবা- মা ও ফুপুদের কাছ থেকে আমি সাড়ে সাত কাঠা জমি পেয়েছি উত্তারাধিকার সূত্রে। এখন এ জমিতে পাম্প এবং দোকান করেছে দখলদাররা। অথচ আমার থাকার জায়গা নেই। এই জমি আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি অথচ তারা দখল করে নিয়েছে`।

তিনি বলেন, আমার ছেলে আর নাতিরা ভয়ে এ সম্পত্তি নিতে আসে না। কিন্তু আমি মরার আগে হলেও এ সম্পত্তির মালিকানা চাই। আমার বাবা-মা আর ফুপুর সম্পত্তি যেন আমার নামে রেকর্ড হয়।

এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।