জ্যামাইকাকে হারিয়ে চ্যাম্পিয়ন মেক্সিকো


প্রকাশিত: ০৮:১০ এএম, ২৭ জুলাই ২০১৫

জ্যামাইকাকে ৩-১ গোলে হারিয়ে কনকাকাফে উত্তর আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আসরে রেকর্ড ৭ম বারের মত চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো। আসরে ৬টি গোল করে গোল্ডেন বল জিতেছেন মেক্সিকোর গুয়ার্দাদো এবং ৭টি গোল করে গোল্ডেন বুট জিতেছেন যুক্তরাষ্ট্রের ডেম্পসি।

সেমি ফাইনালের বিতর্কিত জয়কে সঙ্গী করেই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল মাঠে   জ্যামাইকার বিপক্ষে মাঠে নামে সাবেক চ্যাম্পিয়ন মেক্সিকো। ম্যাচের ৩১ মিনিটে আন্দ্রেস গুয়ার্দাদো বাঁ পায়ের দুর্দান্ত এক ভলি থেকে গোল করে মেক্সিকোকে প্রথম লিড এনে দেন।

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে অনেকটাই এলোমেলো হয়ে যায় জ্যামাইকার রক্ষণদুর্গ। সেই সুযোগে ম্যাচের ৪৭ মিনিটে করোনা ও ৬১ মিনিটে পিরাল্টার গোলে শিরোপার পথে অনেকটাই এগিয়ে যায় মেক্সিকোর।

ম্যাচের ৮০ মিনিটে ড্যারেন ম্যাটোকসের গোল শুধুই ব্যবধান কমায়। ফলে, সব বিতর্ক পেছনে ফেলে রেকর্ড ৭ম কনকাকাফের শিরোপা ঘরে তোলে মেক্সিকো।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।