সিপিএল চ্যাম্পিয়ন ত্রিনিদাদ


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ২৭ জুলাই ২০১৫

বার্বাডোজ ট্রাইডেন্টসকে ফাইনালে ২০ রানে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছে ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড স্টিল।

পোর্ট অব স্পেনে টস জিতে ব্যাটিংয়ে নেমে বার্বাডোজকে ১৭৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ত্রিনিদাদ। তাড়া করতে নেমে নির্ধারিত ৪ উইকেটে ১৫৮ রানের বেশি এগোতে পারেনি বার্বাডোজ।

বার্বাডোজের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন উদ্বোধনী ডোয়াইন স্মিথ। মিসবাহ উল হক করেন ২১ রান। এছাড়া স্টিভেন টেইলর, কাইল কোরভিন, কাইরন পোলার্ড ও জেসন হোল্ডার নিজেদের ২০ রানের ইনিংসগুলো বড় করতে না পারলে লক্ষ্যে পৌঁছানো হয়নি তাদের। ত্রিনিদাদের পক্ষে সুলেমান বেন ২টি ও বোথা-ডেভিস ১টি করে উইকেট নিয়েছেন।

এর আগে প্রথমে ব্যাট করে ক্যামেরন ডেলপোর্ট ৫০ ও কামরান আকমলের ৬০ রানে ভালো সংগ্রহ পায় ত্রিনিদাদ। শেষ দিকে অধিনায়ক ডোয়াইন ব্রাভো ২৯ রানে অপরাজিত থাকেন। বার্বাডোজের হয়ে রায়াদ এমরিত ও পোলার্ড ২টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন কামরান আকমল। আর সিরিজ সেরার পুরস্কার উঠেছে অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর হাতে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।