মুজিবনগর দিবসের কমিটি ও কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০৪ এপ্রিল ২০১৮

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনে কমিটি গঠন ও কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় সংলগ্ন প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, উপদেষ্টা পরিষদ সদস্য রশিদুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সমন্বয়ক হিসেবে রয়েছেন- দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আব্দুর রহমান। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, পীযুষ কান্তি ভট্টাচার্য, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্যমন্নুজান সুফিয়ান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, এস এম কামাল হোসেন, আমিরুল ইসলাম মিলন, পারভীন জামান কল্পনা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একে এম রহমতউল্লাহ।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরহাদ হোসেন দোদুল, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মান হক জোয়ারদার ছেলুন, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মো. সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইপ, সাধারণ সম্পাদক ছাইদুল করিম মিন্টু, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন সদস্য হিসেবে রয়েছেন।

আরও রয়েছেন- সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার মোহাম্মদ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সুভাষ চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম।

কমিটির সদস্য হিসেবে আরও রয়েছেন-মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শওকত আলী, সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, সাধারণ সম্পাদক অপু উকিল, ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসাইন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, মহিলা শ্রমিক লীগের সভাপতি রওশন জাহান সাথী, সাধারণ সম্পাদক শামসুন্নাহার ভুইয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান, সাধারণ সম্পাদক ডা. এম. এ আজিজ।

মুজিবনগর দিবসের কর্মসূচি-
ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় এবং দেশের সব জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। পরে সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।

কর্মসূচিতে থাকছে-
ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন; সকাল ১০টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ; সকাল ১০টা ১৫ মিনিটে গার্ড অব অনার; সকাল ১০টা ৩০ মিনিটে মেহেরপুর মুজিবনগর শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবসের জনসভা। সভাপতিত্ব করবেন ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এইউএ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।