প্রতিবন্ধীদের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট সেপ্টেম্বরে
শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। এতে পাঁচটি দেশের অংশ নেয়ার কথা রয়েছে। এ বছরের ২-১০ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস ঢাকার উদ্যোগে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৫টি দেশ হচ্ছে বাংলাদেশ, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান। এ ছাড়া আগামী বছরের ২০ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের ১৬টি দেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ-২০১৬’। এর একমাত্র আয়োজক বাংলাদেশ।
উল্লিখিত, ২টি আন্তর্জাতিক টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক বৃহস্পতিবার যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ এর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এই টুর্নামেন্টগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা, বিভাগ ও দফতরগুলোর সহযোগিতা কামনা করা হয়।
এআরএস/এমএস