দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ০৩ এপ্রিল ২০১৮

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার মালয়েশিয়ায় চার দিনের সরকারি সফর শেষে সোমবার দেশে ফিরেছেন।

সফরকালে তিনি মালয়েশিয়ার বিমান বাহিনী প্রধান জেনারেল দাতো শ্রী আফেন্দি বিন বুয়াংয়ের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তারা দুই দেশের বিমান বাহিনীর বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন।

এর আগে এয়ার চিফ মার্শাল আবু এসরার সেখানে পৌঁছালে মালয়েশিয়া বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করেন এবং তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

এছাড়াও সফরকালে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতো শ্রী হিশামুদ্দিন হুসেন এবং ডিফেন্স ফোর্সের প্রধান জেনারেল তান শ্রী রাজা মোহামেদ আফেন্দি বিন রাজা মোহামেদ নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য এয়ার চিফ মার্শাল আবু এসরার মালয়েশিয়ার বিমান বাহিনী প্রধানের আমন্ত্রণে এক সরকারি সফরে গত বুধবার মালয়েশিয়া যান। সূত্র : আইএসপিআর

এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।