রাশিফল : ২৭ জুলাই ২০১৫


প্রকাশিত: ০২:৩০ এএম, ২৭ জুলাই ২০১৫

মিথুন: মাতৃকুল থেকে অর্থসম্পত্তি প্রাপ্তির যোগ। জনহিতকর প্রতিষ্ঠানের উন্নতির জন্য চেষ্টা। চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার।

মেষ: ঈর্ষাকাতর সহকর্মীদের কারসাজিতে কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে। সংস্থা পরিবর্তনের চেষ্টায় আশার আলো। পিত্তবিকারের প্রকোপ বৃদ্ধি।
    
বৃষ: সহকর্মীদের সহায়তায় কর্মক্ষেত্রে মোকাবিলা। পারিবারিক দায়িত্ব পালন করেও অপদস্থ হতে পারেন। বাহন ক্রয়ের পরিকল্পনা স্থগিত রাখাই ভালো।
     
কর্কট: উপস্থিতবুদ্ধি ও বিচক্ষণতার জোরে কার্যসিদ্ধি। আলোচনায় সম্পত্তি-বিবাদের ফয়সালা। পুরনো অসুখ ভোগাবে।
     
সিংহ: বাঁকা পথে উপার্জনের প্রলোভন এড়াতে না-পারলে বিপদ। প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে কর্মস্থলে সমস্যামুক্তি। ইচ্ছের বিরুদ্ধে কিছু কিছু কাজ করতে হতে পারে।
    
কন্যা: সহৃদয় ব্যবহার ও যুক্তিপূর্ণ আলোচনায় সমস্যার মোকাবিলা। সম্পত্তি ক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মতানৈক্য। উচ্চশিক্ষা লাভের শুভ যোগ।
     
তুলা: কর্ম পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার আশঙ্কা। বন্ধুর সাহায্যে কপট স্বজনের মুখোশ খুলে দিতে পারেন। নতুন যোগাযোগে বাড়তি উপার্জনের হদিস।
    
বৃশ্চিক: ব্যবসায় বাড়তি বিনিয়োগের শুভ যোগ। সন্তানের জেদি মনোভাব সাংসারিক পরিবেশ বিষময় করে তুলতে পারে। অস্থিসন্ধির সমস্যায় দুর্ভোগ।
    
ধনু: কর্মক্ষেত্রে বদলি ও বেতন বৃদ্ধির ইঙ্গিত। অসতর্কতার জন্য স্বজন-পরিমণ্ডলে ভুল বোঝাবুঝি। কাছেপিঠে ভ্রমণের পরিকল্পনা।
     
মীন: সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতি ও অর্থাগমের সম্ভাবনা। বাহন ক্রয়বিক্রয়ের ব্যবসায় বাড়তি লগ্নি না-করাই ভালো। শারীরিক সমস্যা অল্পস্বল্প ভোগাবে। ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে।

মকর: ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। শেয়ারে বাড়তি লগ্নি না-করাই ভালো। টিউমার বা আলসার জাতীয় রোগের প্রকোপ বৃদ্ধিতে দুর্ভোগ।
     
কুম্ভ: ব্যবসায় অপ্রত্যাশিত লাভের যোগ। বন্ধুর সহায়তায় পারিবারিক সমস্যার সমাধান। তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে প্রেমপ্রণয়ে ভুল বোঝাবুঝি চরমে উঠতে পারে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।