সদরঘাটে লঞ্চের ধাক্কায় ডিঙি নৌকা ডুবে দুই যাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০২ এপ্রিল ২০১৮
ফাইল ছবি

রাজধানীর সদরঘাট লালকুঠি লঞ্চ টার্মিনালে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ডিঙি নৌকা ডুবে গেছে। ওই ডিঙি নৌকায় থাকা আট যাত্রীর মধ্যে ছয়জন তীরে সাঁতার কেটে পৌঁছতে পারলেও নিখোঁজ রয়েছেন দুজন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে নৌ পুলিশ।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ শেখ মো. আব্দুর রাজ্জাক।

তিনি জাগো নিউজকে জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদরঘাটে লালকুঠি টার্মিনাল থেকে খুলনাগামী সরকারি এমভি বাঙালি লঞ্চের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী একটি ডিঙি নৌকা। আটজন যাত্রীর মধ্যে এখনো দুজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে নৌ পুলিশের একটি ডুবুরি দল সদরঘাটে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা করছে। তবে সর্বশেষ রাত সাড়ে ৮টা অবধি নিখোঁজদের খোঁজ মেলেনি।

জেইউ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।