এবার ‘কনটেইনার রেল’ চলবে ভারত-বাংলাদেশের মধ্যে

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি কলকাতা
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০২ এপ্রিল ২০১৮

আগামীকাল মঙ্গলবার থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে পরীক্ষামূলকভাবে চলবে কনটেইনার রেল। ভারতীয় রেলের এক মুখপাত্র জানান, এর আগে বাংলাদেশের সঙ্গে এই ধরনের কোন রেল যোগাযোগ ছিল না। এই কনটেইনার রেল যাতায়াত করবে পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার গেদে ও বাংলাদেশের দর্শনা সীমান্ত দিয়ে।

ভারতীয় পূর্ব রেল সদর দপ্তরের একটি মেইল বার্তায় জানানো হয়, ৩ এপ্রিল (মঙ্গলবার) পরীক্ষমূলক এই ট্রেনটি কলকাতার কাটাপুর ভারতীয় রেল কনটেইনার টার্মিনাল থেকে প্রথম বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। রেলের শীর্ষস্থানীয় কর্মকতারা পরীক্ষামূলক এই কনটেইনার রেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকতা রবি মহাপাত্র জানান, এতদিন বাংলাদেশে পণ্য পরিবহনে রেলের রেক যেত। এবার থেকে কনটেইনারবাহী এই বিশেষ ট্রেন যাবে।

ওআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।