দেশের ১২তম সিটি করপোরেশন ময়মনসিংহ
দেশের ১২তম সিটি করপোরেশন হলো ময়মনসিংহ। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার সভা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ময়মনসিংহের সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়ন (বয়ড়া ও আকুয়া) সম্পূর্ণ ও ছয়টি ইউনিয়নকে (খাগদহর, চরঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়ার আংশিক পল্লী এলাকা) পৌরসভার অন্তর্ভুক্ত করে সিটি করপোরেশনের এরিয়া নির্ধারণ করা হয়েছে।’
সচিব বলেন, ‘নতুন সিটি করপোরেশনের পরিধি হবে ৯১ দশমিক ৩১৫৫ বর্গকিলোমিটার। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৫ হাজার ১৬৭ জন। মোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।’
জনসংখ্যার ঘনত্ব, আয়ের উৎস, শিল্প প্রতিষ্ঠানের সংখ্যাসহ সিটি করপোরেশন হতে যে আটটি শর্ত লাগে এর সবগুলোই ময়মনসিংহে রয়েছে বলেও জানান জিয়াউল আলম।
বর্তমানে দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন রয়েছে।
লালমাই উপজেলার সদর দফতরের স্থান পরিবর্তন
কুমিল্লা জেলার নতুন সৃষ্ট লালমাই উপজেলার সদর দফতর স্থাপনের স্থান পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে নিকার।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, ‘আগে উপজেলা সদর দফতর স্থাপনের প্রস্তাবিত স্থানটি ছিল ৪৭ নং জয়নগর মৌজায়। এখন এটি প্রস্তাব করা হয়েছে ৩৬ নং উত্তর ফতেহপুর মৌজা। এই প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।’
‘এর কারণ হচ্ছে আগের প্রস্তাব করা ৪৭ নং জয়নগর মৌজার স্থানটি কৃষিজমি ছিল। প্রধান সড়ক থেকে এটি ৩ কিলোমিটার দূরে ছিল। উত্তর ফতেহপুর মৌজা মূল রাস্তার কাছে। স্থানটি একটি ইটভাঁটা অর্থাৎ অকৃষি জমি।’
ফতেহপুর মৌজার ৬ একর জমিতে লালমাই উপজেলার সদর দফতর হবে বলেও জানান জিয়াউল আলম।
আরএমএম/এনএফ/এমএস