ফেসবুকে ভাইরাল খবরটি অসত্য

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ পিএম, ০২ এপ্রিল ২০১৮

এক বিসিএস কর্মকর্তার বিরুদ্ধে নিজের গর্ভধারিণী মাকে রেলস্টেশনে ফেলে রেখে যাওয়ার অভিযোগে ফেসবুকে ভাইরাল হওয়া খবরটি অসত্য বলে জানা গেছে। গত ২৯ মার্চ এমন অভিযোগ তুলে ব্যারিস্টার এস এম ইকবাল চৌধুরী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়নি দেশের বিভিন্ন গণমাধ্যমেও তা প্রকাশিত। সবার সূত্র ছিল ফেসবুক।

তবে পরবর্তীতে জানা যায় খবরটি সত্য নয়। যদিও অনেকে বলেন খবরের চিঠিটি সত্য হলেও প্রকাশিত বৃদ্ধার ছবিটি পুরোনো। সব মিলিয়ে তথ্যানুসন্ধানে খবরটির কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এ বিষয়টি দেশব্যাপী ব্যাপক আলোচিত হতে শুরু করে। বিশেষ করে এতে প্রকাশিত আবেঘন চিঠিটি আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়।

এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।