মহিলা শ্রমিকদের হোস্টেল নির্মাণে অতিরিক্ত ব্যয় নিয়ে অসন্তোষ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ০১ এপ্রিল ২০১৮

সাভারের আশুলিয়ায় কর্মরত মহিলা গার্মেন্টস শ্রমিকদের আবাসনের জন্য হোস্টেল নির্মাণের কাজে অতিরিক্ত ব্যয় হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি। ব্যয় বৃদ্ধির ক্ষতি পুষিয়ে নিতে ভবিষ্যতে মহিলা শ্রমিকদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ২০তম বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। প্রকল্পটির সঙ্গে ওই এলাকার সংরক্ষিত আসনের মহিলা সদস্যসহ নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার সুপারিশ করা হয়।

নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, এ বি তাজুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, ইউসুফ আবদুল্লাহ হারুন এবং শাহানারা বেগম। এ সময় মহিলা ও শিশু বিষয়ক সচিব ছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের পিপিপি) মাধ্যমে কাজ করার ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রাইভেট কোম্পানিকে অগ্রাধিকার দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এইচএস/ওআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।