মিয়ানমারে বন্যায় ১০ জনের প্রাণহানি


প্রকাশিত: ০২:১১ পিএম, ২৬ জুলাই ২০১৫

মিয়ানমারে মৌসুমি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় গত ৪৮ ঘণ্টায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, মান্দালাই অঞ্চলের থাবেইককিন এলাকায় শনিবার আকস্মিক বন্যায় ছয় জনের প্রাণহানি হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলের শান রাজ্যের থিবা এলাকায় একই দিনে আরো তিনজনের প্রাণহানি হয়েছে।

মন্ত্রণালয় জানায়, শুক্রবার শান রাজ্যের মুসে এলাকায় ১৯ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে রোববার বলা হয়েছে, থিবা এলাকায় ১শ’ বছরের একটি পুরানো সেতুর উপর দাঁড়িয়ে তিন ব্যক্তি বন্যার পানির গতি দেখছিল। একপর্যায়ে সেতুটি ভেঙে পড়লে তারা পানির তোড়ে ভেসে যায়।

মায়ানমারের পশ্চিম ও উত্তরাঞ্চলে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। শান রাজ্যের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ১৭০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় জানায়, সম্প্রতি প্রবল বৃষ্টিতে সাগাং অঞ্চল ও কাচিন রাজ্যে কমপক্ষে ১২ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

একে/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।