সারাদেশে স্বাভাবিকের চেয়ে ২৫ ভাগ বেশি বৃষ্টি হয়েছে


প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৬ জুলাই ২০১৫
ফাইল ছবি

গত জুন মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ২৫ ভাগ বেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশালে বেশি এবং রংপুর ও সিলেটে কম বৃষ্টি হয়েছে।

জুন মাসে ঢাকা বিভাগে স্বাভাবিক বৃষ্টির গড় ৩৫৫ মিলিমিটার (মি. মি.) বৃষ্টি হয়েছে ৪২০ মি. মি.। বেশি হয়েছে ১৮ ভাগ।

এ মাসে চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক বৃষ্টির গড় ৫৮৯ মি. মি.। বৃষ্টি হয়েছে ৮৩০ মি. মি.। বেশি হয়েছে ৪১ ভাগ।

সিলেট বিভাগে জুন মাসে স্বাভাবিক বৃষ্টির গড় ৬৩৪ মি. মি.। বৃষ্টি হয়েছে ৫৩৫ মি. মি.। কম হয়েছে ১৬ ভাগ।

জুন মাসে রাজশাহী বিভাগে স্বাভাবিক বৃষ্টির গড় ২৯৯ মি. মি.। বৃষ্টি হয়েছে ৩১৩ মি. মি.। বেশি হয়েছে ৫ ভাগ।

এ মাসে রংপুর বিভাগে স্বাভাবিক বৃষ্টির গড় ৩৯৬ মি. মি.। বৃষ্টি হয়েছে ৩৬৭ মি. মি.। কম হয়েছে ৭ ভাগ।

খুলনা বিভাগে এ মাসে স্বাভাবিক বৃষ্টির গড় ২৯৮ মি. মি.। বৃষ্টি হয়েছে ৩৩৫ মি. মি.। বেশি হয়েছে ১২ ভাগ।

এ মাসে বরিশাল বিভাগে স্বাভাবিক বৃষ্টির গড় ৪৮৩ মি. মি.। বৃষ্টি হয়েছে ৬৫৬ মি. মি.। বেশি হয়েছে ৩৬ মি. মি.।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।