‘সংসদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধে প্রচেষ্টা থাকবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০০ পিএম, ৩১ মার্চ ২০১৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধে প্রচেষ্টা অব্যাহত থাকবে। ভোটে বিজিবি, র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনীও থাকতে পারে।

শনিবার আগারগাঁও নির্বাচন ভবনে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

২৯ মার্চ স্থানীয় সরকারের ১৩৩টি নির্বাচনে টাঙ্গাইলের ঘাটাইলে একজনের মৃত্যুসহ কয়েকটি জায়গায় সহিংসতার ঘটনা ঘটে। এ বিষয়ে সিইসি বলেন, ১৩৩টি নির্বাচন হয়েছে। সেখানে দুঃখজনকভাবে একজনকে প্রাণ দিতে হয়েছে। এর কারণ ছিল ব্যালট ছিনতাইয়ের সময় পুলিশ তাৎক্ষণিকভাবে তা মোকাবেলা করেছে। আমার মনে হয় দুই-তিনটা সেন্টারে আমলে নেয়ার মতো ঘটনা ঘটেছে। যারা দোষী তাদের বিরুদ্ধে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এইচএস/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।