প্রতিযোগিতার জন্য অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান টিআইবি`র


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৬ জুলাই ২০১৫

দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক পুরস্কার-২০১৫-এর জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিককের কাছে প্রতিবেদন চেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন এই তিন মাধ্যমের সাংবাদিকদের কাছে প্রতিবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।

দুর্নীতি বিষয়ক নিয়মিত তিনটি প্রতিবেদনের পাশাপাশি এ বছর থেকে ‘জলবায়ু অর্থয়ানের সুশাসন’ বিভাগে আরো তিনটি পুরস্কার দেবে প্রতিষ্ঠানটি। প্রত্যেক বিজয়ীকে পুরস্কার হিসেবে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মামনা দেওয়া হবে।

৩১ জুলাইয়ের মধ্যে ডাকযোগে প্রতিবেদন পাঠাতে হবে। টেলিভিশন সাংবাদিকরা সিডির মাধ্যমে তাদের প্রতিবেদন পাঠাতে পারবেন।

উল্লেখ্য, ২০১৪ সালের পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত সংবাদ পাঠাতে হবে।

এইচএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।