সবাই সচেতন হলে শহরটাকে পরিচ্ছন্ন রাখা সম্ভব
সবাই সচেতন হলে এই শহরটাকে পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। এ সময় নিজের ঘর-আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তিনি আহ্বান জানান।
বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর কমিউনিটি সেন্টার সংলগ্ন ঈদগাহ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শুরু হওয়া সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসবের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, গত বছর চিকুনগুনিয়া নগরবাসীকে ভুগিয়েছে কিন্তু এবার দ্রুততম সময়ের মধ্যে আমরা মোকাবেলা করতে পেরেছি। এ বছরও যেন ডেঙ্গু-চিকুনগুনিয়া আসতে না পারে সে বিষয়ে আমাদের প্রস্তুতির পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে।
মেয়র শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন, বাসায় টবে, ছাদে, টায়ারে জমে থাকা স্বচ্ছ পানিতে এরা বংশবিস্তার করে সে কারণে নিজ বাড়িতে এসবে পানি জমে থাকলে আপনারা ফেলে দেবেন এবং নিজের বন্ধুদেরও এ বিষয়ে জানাবেন। সবাই সচেতন থাকলে চিকুনগুনিয়া-ডেঙ্গু আমাদের কাছে আসতে পারবে না।
মেয়র বলেন, সর্বপ্রথম আমাদের দরকার মানসিকতা পরিষ্কার রাখা। স্বচ্ছ চিন্তা করতে শেখা, তাহলে গড়ে তোলা যাবে স্বচ্ছ জীবন। আর যার প্রভাব ছড়িয়ে পড়বে চারদিকে। সবাই সচেতন থাকলে সুন্দর শহর গড়ে তুলতে পারবো, আর আমাদের শিশুরা বেড়ে উঠবে একটি সুন্দর শহরে।
এর আগে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসবের উদ্বোধন করেন তিনি। উপস্থিত ছিলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, ঢাকা ওয়াসার চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মাদ হাবিবুর রহমান, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক প্রমুখ।
এএস/এমআরএম/পিআর