নারায়ণগঞ্জে সাত খুন : র‌্যাবের ডিজিকে তলব


প্রকাশিত: ১২:৫২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৪

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে তদন্ত কমিটি। সোমবার বেলা আড়াইটায় তাকে সচিবালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন আদালতের নির্দেশে গঠিত এই প্রশাসনিক তদন্ত কমিটির সদস্য আবুল কাশেম মহিউদ্দিন।

তিনি জানান, তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লার কক্ষে র‌্যাব প্রধানকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এই কমিটি এর আগে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকেও জিজ্ঞাসাবাদ করেছিল। কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার হত্যাকাণ্ডে র‌্যাবের কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

র‌্যাবে থাকা সামরিক বাহিনীর তিন কর্মকর্তাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।