ঠাকুরগাঁওবাসীর জন্য প্রধানমন্ত্রীর ৬৬টি উপহার

আমানউল্লাহ আমান
আমানউল্লাহ আমান আমানউল্লাহ আমান , নিজস্ব প্রতিবেদক ঠাকুরগাঁও থেকে
প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৯ মার্চ ২০১৮

উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে ঠাকুরগাঁওবাসীকে ৬৬টি উন্নয়ন প্রকল্প উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৩টি প্রকল্পের উদ্বোধন ও ৩৩টি প্রকল্পের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেছেন তিনি।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় জনসভা মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় মাইক থেকে স্লোগান ওঠে ‘ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’, ‘১শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘বঙ্গবন্ধু কন্যার আগমন শুভেচ্ছা স্বাগতম।’

পরে উন্নয়ন প্রকল্পগুলোর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। উন্মোচন শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।

এইউএ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।