গাজীপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২


প্রকাশিত: ১১:০৮ এএম, ২৬ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজিচালিত অটোরিকশার চালক কাপাসিয়ার কালডাইয়া গ্রামের কবির হোসেন (২৮) ও একই উপজেলার হাইলজোড় গ্রামের যাত্রী রাশিদা বেগম (৩৮)।   

কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, রোববার দুপুরে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সূর্য নারায়ণপুর এলাকায় একটি বাঁক অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার চালক কবির হোসেন ও যাত্রী রাশিদা বেগম মারা যায়। এতে আহত হয় আরো ৫ জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে এবং বাসটি আটক করে থানায় নিয়ে যায়। তবে চালক পালিয়ে গেছে।
                    
মো. আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।