সায়দাবাদে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ২৮ মার্চ ২০১৮

রাজধানীর সায়দাবাদে নির্মাণাধীন একটি ছয়তলা ভবন থেকে পড়ে বুধবার মনির হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহনে।

ঢামেক সূত্রে জানা গেছে আজ দুপুর ১টার দিকে সায়েদাবাদ এলাকার স্বামীবাগে মিতালী স্কুল সংলগ্ন সোয়ান প্রপার্টিজ লিমিটেডের নির্মাণাধীন একটি ভবনে রডের কাজ করতে যেয়ে ছয়তলা থেকে পড়ে যায়। পরে অন্যান্য শ্রমিকরা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে। সেখানে নেয়ার পর দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আল আমিন নামে নিহতের এক সহকর্মী জাগো নিউজকে বলেন, কাজ শেষে সবাই দুপুরের খাবার নিচে নামছিলাম। এ সময় মনির সিঁড়ি থেকে ছিটকে নিচে পড়ে যায়। তার মাথায় মারাত্মক আঘাত লেগে রক্তক্ষরণ হতে থাকে। পরে হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা জানান সে মারা গেছে।

ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাগো নিউজকে বলেন, ছয়তলা ভবন থেকে পড়ে মনির হোসেন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

এসএইচ/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।