মিরপুরে বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় রিজার্ভ টাংকি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন বছরের শিশু রুহি অাক্তার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হানপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শিশু রুহির শরীরে প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় অাহত অপর চারজন ইয়াকুব আলী (৭০), তার স্ত্রী হাসিন আরা খানম (৩০), ভাড়াটিয়া ইয়াসমিন (৩৫) ও ওই বাসার তত্ত্বাবধায়ক হাসান (৩০) চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে হাসিন খানমের ৯৫ শতাংশ এবং হাসানের ৮৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পল্লবীর মুসলিমবাগ এলাকার ১৯ নম্বর রোডের ৪৩/ডি নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে দুপুর পৌনে ১টার দিকে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জাগো নিউজকে জানান, দগ্ধদের মধ্য চিকিৎসাধীন অবস্থায় শিশু রুহি মারা গেছে। অপর অাহতরা চিকিৎসাধীন রয়েছেন।
এসএইচ/বিএ