আগুন জ্বালিয়ে রিজার্ভ ট্যাংকি পরিষ্কার : মিরপুরে দগ্ধ ৫

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৭ মার্চ ২০১৮

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে দগ্ধ হয়েছেন এক শিশুসহ একই পরিবারের পাঁচজন; যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার বেলা ১১টার দিকে পল্লবীর মুসলিমবাগ এলাকার ১৯ নম্বর রোডের ৪৩/ডি নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে দুপুর পৌনে ১টার দিকে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

পল্লবী থানা পুলিশের বরাত দিয়ে ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জাগো নিউজকে জানান, রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে কাগজে আগুন ধরিয়ে ভেতরে দেখার চেষ্টা করা হয়েছিল।

দগ্ধরা হলেন- ইয়াকুব আলী (৭০),তার স্ত্রী হাসিন আরা খানম (৩০), ভাড়াটিয়া ইয়াসমিন (৩৫), তার মেয়ে রুহি (৩) ও ওই বাসার কেয়ার তত্ত্বাবধায়ক (৬০)। এদের মধ্যে ইয়াকুব আলী ওই বাড়ির মালিক।

বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে রুহির শরীরের ৯০ শতাংশ, হাসিন খানমের ৯৫ শতাংশ এবং হাসানের ৮৫ শতাংশ পুড়ে যাওয়ার তাদের অবস্থা আশঙ্কাজনক।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।