শুদ্ধসুরে জাতীয় সংগীত গেয়ে পুরস্কার পেল ১১০ শিক্ষার্থী
শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় অংশ নিয়ে ১১টি দলের ১১০ শিক্ষার্থী বিজয়ী হয়েছে। সারাদেশে স্কুল, কলেজ ও মাদরাসা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারি দলের প্রত্যেক সদস্যকে স্বর্ণ পদক, দ্বিতীয় স্থান অধিকারী দলের সদস্যদের রৌপ্য পদক এবং তৃতীয় স্থান অধিকারী দলের সদস্যের ব্রোঞ্জ পদক দেয়া হয়।
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারি প্রত্যেক দলের একজন সদস্যের হাতে পুরস্কার তুলে দেন। বাকি শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকে পুরস্কার দেয়া হবে।
শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে এবং মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় গত ১৫ জানুয়ারি থেকে ১৫ মার্চ দেশব্যাপী সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দলগত জাতীয় সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ৬৪টি জেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসার প্রায় ১ কোটি ৫০ লাখ শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে যৌথভাবে তৃতীয় হয়েছে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ। দ্বিতীয় হয়েছে খুলনা বিভাগ। আর প্রথম হয়েছে ঢাকা বিভাগ।
মাধ্যমিক পর্যায়ে যৌথভাবে তৃতীয় হয়েছে রাজশাহী ও ঢাকা বিভাগ। দ্বিতীয় হয়েছে সিলেট বিভাগ। আর প্রথম হয়েছে ময়মনসিংহ বিভাগ।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে তৃতীয় হয়েছে ঢাকা বিভাগ। দ্বিতীয় হয়েছে চট্টগ্রাম বিভাগ। আর প্রথম হয়েছে ময়মনসিংহ বিভাগ।
এমএএস/এমএমজেড/এমএস