উড়োজাহাজ বিধ্বস্তে আহত শাহিনের দ্বিতীয় অস্ত্রোপচার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২২ পিএম, ২৫ মার্চ ২০১৮

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহত যাত্রী শাহিন বেপারীর দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাকে এখন অাইসিইউতে রাখা হয়েছে। অাহত অপর দুজন শেহরিন ও কবির হোসেনেরও ড্রেসিং করা হয়েছে।

রোববার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে শাহিনের পিঠে স্কিন লাগানোর জন্য অস্ত্রোপচার করা হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ইউনিটের প্রধান ও অাহতদের চিকিৎসায় গঠিত ১৬ সদস্যের মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বিতীয় অস্ত্রোপচারে শাহিনের পিঠের ডান পাশের কিছু অংশে চামড়া লাগানো হয়। এছাড়া সে এবং শেহরিন ও কবির হোসেনের ড্রেসিং করা হয়েছে। তারা এখন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার শহীনের প্রথম অস্ত্রোপচার করা হয়েছিল। সেদিন তার বাম হাতের কিছু অংশে স্কিন সংযুক্ত করা হয়েছিল।

এসএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।