মিলান ডার্বিতে জয়ী এসি


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ২৬ জুলাই ২০১৫

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে শনিবার রাতে দুই মিলানের প্রতিদ্বন্দ্বিতায় জয়ে পেয়েছে এসি মিলান। শেষ মুহূর্তে দশজনের দলে পরিণত হওয়া মিলানের কাছে ০-১ গোলে হেরে যায় ইন্টার মিলান।  

চিরাচরিত ইতালিয়ান রক্ষণাত্বক ধারা ভেঙ্গে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে এসি মিলান। প্রথমার্ধে বেশকিছু সুযোগ পেলেও ফরোয়ার্ডের ব্যর্থতায় জাল খুঁজে পায়নি কোন দল। ১৩ তম মিনিটে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি এসি মিলানের এমবায়ে নিয়াং। ৩৯তম মিনিটে রদ্রিগো ইলির হেড বারের উপর দিয়ে চলে যায়।   ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুইদল। ম্যাচের ৬২ মিনিটে ফিলিপ ম্যাক্সেসের গোলে লিড পায় এসি মিলান। গিয়াকোমো বোনাভেন্চুরের কর্নার থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে বলে জালে জড়ান ফিলিপ।

ম্যাচের ৮৫ মিনিটে এসি মিলান ফুটবলার অ্যান্তোনিও নোসেরিনো গুরুতর ফাউল করলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। তবে নির্ধারিত সময়ের পর আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ইন্টারকে ১-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ে এসি মিলান।

আরটি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।