মায়ার সাজা বাতিলে হাইকোর্টের শুনানি সোমবার


প্রকাশিত: ০৬:০৬ এএম, ২৬ জুলাই ২০১৫

আওয়ামী লীগ নেতা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার দুর্নীতির মামলায় নিম্ন (বিচারিক) আদালতের দেয়া সাজার বিষয়ে আপিল সংক্রান্ত হাইকোর্টের পুনরায় শুনানি সোমবার। দুদকের পক্ষে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য্য করেন আদালত।

রোবাবর হাইকোর্টের বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আজ আদালতে দুদুকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

দুদুকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, মায়াসহ দুর্নীতির আরো মোট ২৬ মামলা শুনানীর জন্য আবেদন করেছিলাম। এর প্রেক্ষিতে আদালত সোমবার মামলার শুনানীর দিন ঠিক করেন।

এর আগে গত ১৪ জুন মায়ার পক্ষে হাইকোর্টের রায় খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে মায়ার করা আপিল পুন:র্বিচারের আদেশ দেন আদালত।

এফএইচ/এএইচ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।