আধুনিক সরঞ্জাম পাচ্ছে ফায়ার সার্ভিস

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:১১ এএম, ২৩ মার্চ ২০১৮

আধুনিক অগ্নি নির্বাপনী ও উদ্ধার সরঞ্জাম পাচ্ছে ফায়ার সার্ভিস। দেশের ১৫৬টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ৩২ ধরনের আধুনিক সরঞ্জাম দেয়া হবে। যা কিনতে ব্যয় হবে ২৮২ কোটি ৫৩ লাখ টাকা।

সম্প্রতি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের এ সংক্রান্ত একটি প্রস্তাবসহ ছয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ফায়ার ও সিভিল ডিফেন্স স্টেশনে ৩২ ধরনের সরঞ্জাম দেয়া ছাড়াও সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ৭৪৪৮টি তাঁবু কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। তাঁবু কিনতে ব্যয় হবে ৫৯ কোটি টাকা।

একই মন্ত্রণালয়ের জন্য চলতি অর্থবছরে ৪২ কোটি টাকা ব্যয়ে ৩ হাজার ১৯ টন ঢেউটিন কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

এএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।