গারো মা-মেয়ে হত্যার মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৪ এএম, ২২ মার্চ ২০১৮
ছবি-প্রতীকী

রাজধানীর গুলশানে চাঞ্চল্যকর গারো মা-মেয়ের হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী সঞ্জীব চিরানসহ মোট চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত ৮ টায় শেরপুরের নলিতাবাড়ি থেকে তাদের আটক করে র‌্যাব-১। র‌্যাবের পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব আরো জানায়, বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, রাজধানীর গুলশানের উত্তর কালাচাঁদপুর এলাকায় বহুতল ভবনের ফ্ল্যাটে খুন হওয়া গারো সম্প্রদায়ের মা বেসেথ চিরান (৬৫) ও মেয়ে সুজাত চিরানের (৪২) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

প্রাথমিক তদন্তে মেয়ে সুজাতের শরীরের গলা ও বিভিন্ন স্থানে প্রায় ১৪ টি ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। তবে মায়ের শরীরে অস্ত্রের কোনো আঘাত পাওয়া না গেলেও তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রমাণ মিলেছে।

গত ২০ মার্চ রাত ৯টার দিকে কালাচাঁদপুর এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে বেসেথ চিরান ও সুজাত চিরানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজন গলাকাটা অবস্থায় এবং অন্যজন ঝুলন্ত অবস্থায় ছিলেন।

জেইউ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।