১০ দিনের ছুটিতে আখাউড়া স্থলবন্দর


প্রকাশিত: ১০:০১ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৪

পবিত্র ঈদুল আজহা, শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া ১০ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে ওইদিনও বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে।

আগামী ১১ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীরা ভারত-বাংলাদেশে যাতায়াত করতে পারবেন।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে ১০ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানিকারকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।